সারা দেশে রেলের অনলাইন টিকেট বিক্রির ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
সোমবার দুপুর ১টার দিকে এ সমস্যার সৃষ্টি হয়। এতে স্টেশন গুলোতে হাতে লেখা টিকেট বিক্রি হচ্ছে। আগাম টিকেট ক্রয় এবং অন্য স্টেশনের টিকেট ক্রয় করতে আসা যাত্রীরা বেকায়দায় পড়েছেন।
কুমিল্লা স্টেশনে আসা কামাল হোসেন নামের একজন যাত্রী জানান,‘তিনি ঢাকা যেতে অগ্রিম টিকেট চেয়েছেন। এসে জানতে পারেন অনলাইনে সমস্যা, তাই ফিরে যাচ্ছেন।’
কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, ‘ঢাকায় নেটওয়ার্কের ক্যাবল কেটে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে। যাত্রীদের ব্লাক পেপারে টিকেট দেয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন