নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ নারায়ণগঞ্জ আদমজী সড়কের আদমজী ইপিজেডের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ইপিজেডের রেমি হোল্ডিং গার্মেন্টের সামনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা জানায়। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে, কোন অটোরিকশা বা গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় রাস্তার পাশে ওয়াকওয়েতে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।’ তিনি আরো বলেন, ‘নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার