ঝিনাইদহের সদর উপজেলা থেকে পারভীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পারভীনা মুনুড়িয়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী।
সদর থানার ওসি শেখ এমদাদুল হক জানান, শনিবার রাতে স্বামীর বাড়ি মুনুড়িয়া গ্রাম থেকে বাপের বাড়ি যাওয়ার পথে পারভীনা নিখোঁজ হন। রাতে অনেক খোজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে উপজেলার মুনুড়িয়া গ্রামের মাঠে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে হত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি আরো বলেন, ওই দম্পতির মধ্যে সব সময় কলহ লেগেই থাকতো। নিহতের ভাই মুনমুন হোসেন অভিযোগ করেন, দুলাভাই আলাউদ্দিন তার বোনকে হত্যা করেছে।
বিডি প্রতিদিন/হিমেল