চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির একটি টহল দল ১৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হাবিলদার শ্রী রনজিত এর নেতৃত্বে লক্ষ্মীচর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. সাজ্জাদ সারোয়ার জানান, বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৭/৮ এস হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীচর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১৮৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদকদ্রব্য স্টোরে জমা রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন