এসো বই পড়ি, সুখী, সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টেকনাফে স্কুলে স্কুলে বই উৎসব পালন করা হয়।
বছরের প্রথম দিনে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী মকলাবানু উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ উৎসব শুরু হয়।
উৎসবমুখর পরিবেশে লম্বরী মলকা বানু উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-৪ (উখিয়া -টেকনাফ) আসনের সাংসদ শাহীনা আক্তার।
এ সময় সাংসদ শাহিনা আক্তার বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই করতে পেরেছেন সারাদেশে এক যোগে শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ। ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই সবাইকে মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।
তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে। শিশুদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয়, অভিভাবক, শিক্ষকসহ দেশের সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও লম্বরী মলকা বানু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপত্বি আব্দুর রহমান বদি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, বিদ্যালয়ের শিক্ষানুরাগী আহম্মদ হোসেন, নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহ আলম, সংরক্ষিত মহিলা সদস্য রানু আক্তার, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও, এদিন সকালে পৌরসভার চৌধুরীপাড়া হাজী ইসলাম-শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন সাংসদ শাহিনা আক্তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।
সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা আদর্শ বিদ্যালয়, মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রিনফিল্ড স্কুল এন্ড কলেজ, স্কলার্স স্কুল এন্ড কলেজসহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম