চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার গভীর রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি ও মেঘের দেখা পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত মৌসুমে এ ধরণের বৃষ্টির কারলে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গতরাত থেকে সকাল পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সারাদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। কয়েকদিনের মধ্যে একটি টানা শৈতপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম