বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের মেহের আলীর চর এলাকায় মোংলা বন্দর চ্যানেলে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার ভোরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা কবলিত ওই জাহাজের ১৪ নাবিককের সবাইকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে মোংলা বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। এই চ্যানেল দিয়ে মোংলা বন্দরে নিরাপদে জাহাজ চলাচল করছে।
উদ্ধারকৃত নাবিকদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড ও মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহেরআলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামের একটি লাইটার কার্গো জাহাজ ডুবতে থাকার খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন তারা।
নিউ পারভিন-২ নামে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে উদ্ধারকৃত নাবিকেরা হলেন, জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। ডুবে যাওয়া বাড়ী নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারিপুর, চট্রগ্রাম ও খুলনায় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা ইমতিয়াজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন