বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় ফারুক হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের পূর্ব কাফুরা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া কাঁঠালতলা (পালস জেনারেল হাসপাতালের সামনে) এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, শেরপুর শেরুয়া বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের একটি দ্রুতগতির মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন