রংপুরে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বালু উত্তোলনের গর্তে ডুবে বেলাল হোসেন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে কাউনিয়ার টেপামধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল টেপামধুপুরের বাবলু সরকারের পুত্র। সে রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, বেলাল দুপুরে তিস্তা নদীর পাড়ে মাছ ধরতে যায়। নদীর কর্নারে বালু উত্তোলনের একটি গর্ত ছিল, সেখানে সে পড়ে যায়। তার চিৎকারে নদীর পাড়ের মানুষ তাকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । পরে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক