ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় বোয়ালমারী জর্জ একাডেমীতে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
র্যালি শেষে বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে জর্জ একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন, সহকারি শিক্ষক মফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ শতাধিক শিক্ষার্থীকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ