জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সাংবাদিকদের কাজ শুধু কলম দিয়ে নয়, কলমের কালির বাইরে গিয়েও মানুষের জন্য কাজ করতে হবে। কয়েক দিনের জন্য জেগে উঠতে হবে। সাংবাদিকদের পেশার মধ্য থেকেই গণতন্ত্রের জন্য কাজ করতে হবে।
আজ শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। সমাজের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শওকত মাহমুদের সহধর্মিনী ফেরদৌসী মাহমুদ। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আতিউর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নবনির্বাচিত সভাপতি মাহফিজুল ইসলাম রিপন, সিনিয়র সাংবাদিক এম এ কারী, মো. ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার