বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনায় গবাদি পশুকে বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে কাইলাটি ইউনিয়নের পরিষদ প্রাঙ্গণে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে গবাদি পশুর প্রজনন বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আব্দুল জব্বার শিকদার, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম পিপি এম সেবা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন সরকার, অতিরিক্ত কর্মকর্তা ডা. এনামুল হক, প্রতিমন্ত্রী-পত্নী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
দিনব্যাপী চালা ক্যাম্পেইনে কাইলাটি ইউনিয়নের প্রায় চার শতাধিক গবাদি পশুকে টিকা ও ভিটামিন প্রদান করা হয়। এ সময় ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় কর্মরত প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। এদিকে বিকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী। এসময় প্রাণিসম্পদ উন্নয়নে নানা দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল