বগুড়া জেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি সচল দেশীয় ওয়ানশুটার গান ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে বগুড়া শহরের নবাববাড়ি রোডের আল আমীন মার্কেটের সামনে থেকে আরিফ হোসেন ওরফে আরিফকে (২০) ওয়ান শুটারগান এবং বগুড়া সদর থানার ষ্টেশন রোডের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ ওমর ফারুক (২৯) এবং মনিরুজ্জামান ওরফে মনজুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, শুক্রবার রাত প্রায় ১২ টার সময় বগুড়া সদর থানাধীন আল আমিন সুপার মার্কেটের পাশ থেকে মোটরসাইকেল চালক পুরান বগুড়া মধ্যপাড়ার আঃ মালেকের পুত্র আরিফ হোসেন ওরফে আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে একটি সচল দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অপর আরেকটি অভিয়ানে বগুড়া সদর থানাধীন ষ্টেশন রোডের সামনে থেকে ২০০ পিস লালচে রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ বগুড়া সদরেরচক লোকমান কলোনীর নজরুল ইসলামের পুত্র ওমর ফারুক ও মালগ্রাম মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে মনজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ