নীলফামারীর ডোমারে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ঠ একতলা একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনকক্ষ বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, একাডেমিক সুপার ভাইজার শাফিউল আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা