ঠাকুরগাঁওয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতায় পঞ্চগড় জেলার পাঁচপীরের রাজা মিয়া চাম্পিয়ান হয়েছে। শনিবার বিকেলে সেনুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ সংলগ্ন মাঠে এ খেলা আয়োজন করা হয়।
উৎসব মুখোর এ খেলায় ঠাকুরগাঁও, নীলফামারী, সাকোয়া, ডোমার, পাঁচপীর ও বগুড়াসহ বিভিন্ন প্রান্ত থেকে ২৫টি ঘোড়া নিয়ে আসেন খেলোয়াড়রা। আর এ খেলা দেখতে দূর-দূরান্ত ও স্থানীয়রাসহ উৎসুক জনতা ভিড় করে মাঠ প্রাঙ্গনে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা সদর আ‘লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ স্থানীয় অনেকে।
বিডি প্রতিদিন/আল আমীন