দিনাজপুরের পার্বতীপুরে এক আঞ্চলিক সড়কের ৫ কিলোমিটার সড়ক খানা-খন্দে ভরে গেছে। এতে চরম দুর্ভোগে স্থানীয় কয়েক গ্রামের হাজারো মানুষ। পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউপি’র জসাই মোড় থেকে জসাইহাট যাওয়ার ৫ কিলোমিটার সড়ক এমন বেহাল।
এই সড়কে বিভিন্ন জায়গায় খানা-খন্দের সৃষ্টি হওয়ায় চলাচলে যেমন দুর্ভোগ, তেমনি বর্ষাকালেও রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় বোঝার উপায় নেই সড়কের গর্তের চিহ্নগুলি। তবে এবার এই সড়কটি প্রশস্তকরণসহ সংস্কার হবে বলে জানান মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল।
মোমিনপুর ইউপির উত্তর বাসুদেবপুর গ্রামের রনজিত রায় জানায়, প্রতিদিন আমাদের এই সড়ক দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে। আসা-যাওয়ার সময় যখনই এই পথের কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়। বিশেষ করে যেদিন জসাই হাট বসে, সেদিন এই সড়কে দূর-দূরান্তের মানুষের আসা-যাওয়ার সময় বেশী দুর্ভোগে পড়ে। এই সড়কের পাশে কয়েকটি ইটভাটা আছে। শুষ্ক মওসুমে ইটভাটায় ট্রাক্টরগুলোর যাতায়াতে ধুলিময় করে তোলে সড়কে।
এ ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল বলেন, জসাই মোড়-জসাই হাট পর্যন্ত ৫ কি.মি. আঞ্চলিক এই সড়কে বিভিন্ন জায়গায় খানা-খন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই দুর্ভোগ অচিরেই শেষ হবে। শিগগিরই এই সড়কটি প্রসস্তকরণসহ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল