রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদে নির্বাচিত ১৪ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বিকেলে রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক দিলসাদ বেগম চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.হাসিবুল হাসান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উপপরিচালক মো. শরিফুল ইসলাম, বালিয়াকান্দি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন (বাবু), কালুখালীর মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা বক্তব্য রাখেন।
শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগম নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সেবা ও উন্নয়নে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম