বরিশালে ক্রমেই তাপমাত্রা কমছে। এর সাথে মেঘাচ্ছন্ন আকাশ আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীত বিরাজ করছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল বস্তিবাসী আর নিম্ন আয়ের মানুষ পড়েছে দুর্ভোগে। তবে এখন পর্যন্ত তাদের পাশে শীতবস্ত্র নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়নি কেউ।
গত কয়েক দিন ধরে বরিশালে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমছে। রবিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩.৩ ডিগ্রি সেলিসিয়াস এবং শুক্রবার ছিলো ১৩.৬ ডিগ্রি সেলিসিয়াস। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো গত ২০ নভেম্বর ৯.৯ ডিগ্রি সেলিসিয়াস।
আজ সূর্য্যরে দেখা মিলেছে বেলা ১২টার পর। দিনভর মেঘাচ্ছন্ন ছিলো আকাশ। বিকেল ৫টার পর মেঘ কেটে যায়। মেঘলা আবহাওয়ার পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীত হাঁড় কাপিয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার প্রনব কুমার রায়।
শীত জেকে বসায় বিপাকে পড়েছেন নদী বন্দর ও বাস টার্মিনালের ছিন্নমূল ভাসমান এবং বস্তিবাসীসহ নিম্ন আয়ের মানুষ।
এদিকে প্রতিবছর শীতের শুরুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা করলেও এবার এখন পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি কেউ।
বিডি প্রতিদিন/এএম