প্রাইভেটকারের দরজা খুলতেই বেরিয়ে এলো ৩টি গরু। ময়মনসিংহের তারাকান্দায় ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের গোপালপুর বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকারের চাকা পাংচার অবস্থায় পড়ে থাকতে দেখে উৎসুক জনতা গিয়ে গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে গরু ৩টি।
এ সময় গাড়িতে কোনো চালক বা যাত্রী ছিলেন না। পরে তারাকান্দা থানা পুলিশ খবর পেয়ে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করে। রবিবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো এলাকা থেকে রাতে গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চোর চক্র। পরে পথে গোপালপুর এলাকায় প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে যায়। ফলে প্রাইভেটকারসহ গরুগুলো ফেলে পালিয়ে যায় চোরেরা। বর্তমানে প্রাইভেটকার ও গরু ৩টি থানা হেফাজতে রয়েছে।
ওসি আরও বলেন, আশপাশের বিভিন্ন এলাকায় গরু পাওয়ার বিষয়টি মাইকিং করে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল