নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়ার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। রবিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তথ্য সংগ্রহ কালে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
হামলার শিকার সংবাদিক রিপন মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে মাঝিনা এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু তাহের, গোয়ালপাড়া এলাকার আলীর ছেলে সবুজ মিয়া, নায়েব আলীর ছেলে সামিম, মেয়ে শিউলিসহ অজ্ঞাত আরও ৭-৮ জন জলসিঁড়ি এলাকায় তার ওপর হামলা করে। এ সময় তার গাড়ি ভাংচুরের চেষ্টা করে। পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। হামলাকারীদের মধ্যে রোববার রাতে আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রিপন মিয়ার ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল