সীমান্তে আগ্রাসন ও চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের খড়কপুর ও সুরানপুরে বিজিবির দুটি নতুন বিওপির কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধীন খড়কপুর বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।
তিনি বিওপি চত্ত্বরে একটি গাছের চারা রোপন করে মোনাজাত করেন।
এ সময় রাজশাহী কেস্টর কমান্ডার কর্ণেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। পরে সুরানপুর বিওপি পরিদর্শন করেন তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ