লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূব চৌপল্লী এলাকায় এঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল হোসেন ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। খবর পেয়ে পুলিশ সুপার মো. আকতার হোসেন আহত রুবেলকে দেখতে সদর হাসপাতাল যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে রুবেল হোসেন ও কদু আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চৌপল্লী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পূব চৌপল্লী ব্যাপারী বাড়ির সামনে গেলে উৎপেতে থাকায় সন্ত্রাসীরা পিছন থেকে রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয় রুবেল। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজন রোগী এসেছেন। তার বাম হাতের কব্জিতে গুলবিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ হয়েছে।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, সেটা নিশ্চিতে কাজ করা হচ্ছে। তাদের চিহিৃত করে গ্রেফতারের অভিযান চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ