যশোরে ধর্ষণের ঘটনার এক যুগ পর আসামি আবদুল খালেককে (৪৪) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। শনিবার সদর উপজেলার পাগলাদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ওইদিনই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার আবদুল খালেক পাগলাদহ গ্রামের মুনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০১৩ সালে যশোর সদর উপজেলার পাগলাদহ মাঠ পাড়ায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি সেসময় দেশজুড়ে আলোচিত হয়। এ মামলার আসামি আবদুল খালেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সরকারও আবদুল খালেককে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করে। কিন্তু কৌশলে আবদুল খালেক গা ঢাকা দিয়ে থাকেন।
সম্প্রতি আবদুল খালেক গ্রামে যাওয়া-আসা শুরু করেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম শনিবার পাগালাদহ থেকে তাকে গ্রেফতার করে।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক জানান, এ মামলায় পুলিশ অনেক আগেই চার্জশিট দিয়েছিল। আটকাদেশ মাথায় নিয়েই আবদুল খালেক পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম