নওগাঁর বদলগাছী উপজেলা ছাত্রদল ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের বাসভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী সরকারী কলেজের আয়োজনে ও ওই কলেজের আহবায়ক প্রতিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কাওছার মাহমুদ ও জামিল হোসেন মুরসালিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।
এছাড়া কর্মশালায় বদলগাছী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী (জিএস স্যান্ডো), সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালাটি সার্বিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
কর্মশালায় বদলগাছী উপজেলা ছাত্রদল ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৬০ জন অংশগ্রহন করেন। কর্মশালা শেষে বিজয়ী ৩০ জনকে বই উপহার দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম