কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১০ দিন পর মাহাবুর রহমান (২২) নামের এক ইজিবাইক চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম উলুচামারির আখির বাপের ঘোনা এলাকার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহাবুর রহমান হ্নীলা ইউনিয়নের উলুচামারি হামজারছড়া এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ হোসেনের ছেলে। গত ৪ এপ্রিল তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয় বাসিন্দারা সকালে পাহাড়ে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিহতের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মাহাবুরের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মাহাবুরের মৃত্যুর কারণ ও এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/মুসা