কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মোলামখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, করিমগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বকুল, নোয়াবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ