ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি বাতিলসহ ছয় দফা দাবিতে সিরাজগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী শহরের বাজার স্টেশন এলাকায় এ ব্লকেড কর্মসূচি পালন করেন। এতে শহরের যানযট সৃষ্টি ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী সিরাজগঞ্জর সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের দাবি বাস্তবায়নের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বন্ধ, সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, হাই কোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, আলাদা কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।
সিরাজগঞ্জ আর্মির মুখপাত্র জানান, রোড ব্লকেড কর্মসূচির ব্যাপারে জানা থাকলেও সিরাজগঞ্জের সকল উপজেলা থেকে এত ছাত্রের উপস্থিতি তথ্য পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল না। যে কারণে রোড ব্লক করায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছিল। তবে এ পরিস্থিতিতে সিরাজগঞ্জে কোন ধরনের বিশৃঙ্খল কোন ঘটনা সেনাবাহিনী হতে দেয়নি।
বিডি প্রতিদিন/এএ