বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহের কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। বুধবার সকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।
এ সময় স্কুল মাঠে দুরদূরান্ত থেকে আগত লাঠিয়াল দল অংশগ্রহণ করেন। এরকম জমজমাট খেলা দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে জমে উঠে স্কুল মাঠ এলাকা। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে আর পাল্টা আক্রমণে মেতে ওঠেন লাঠিয়ালরাও। বর্ণাঢ্য পরিবেশ ও লোকজ সংগীতের তালে তালে প্রদর্শিত হয় নানান আকর্ষণীয় লাঠি-কৌশল, যা উপভোগ করেন স্থানীয় জনতা। দৃষ্টিনন্দন এই কসরতে উচ্ছাসিত দর্শকেরা করতালি আর উৎসাহে ভরিয়ে তোলেন মাঠপ্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/নাজমুল