ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর আঘাতে স্বামী ওবায়দুর রহমান মুন্সি (৫৭) নামে এক কৃষকদল নেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর রহমান মুন্সি ওই গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান মুন্সির সাথে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে এবং পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত আড়াইটার দিকে ওবায়দুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল পাটার পুতো দিয়ে মাথা ও মুখে আঘাত করে। এ সময় প্রতিবেশীরা এসে ওবায়দুরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নিহতের ছোট ভাই সিরাজ ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম স্বীকার করেছেন নিজেই তার স্বামীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ