সুনামগঞ্জে প্রান্তিক কৃষকের স্বার্থে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্র বৃদ্ধির দাবি জানানো হয়েছে৷
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
কৃষক পর্যায় থেকে বোরো ধান সংগ্রহের ক্ষেত্রে চার দফা দাবি জানায় বিএনপি ও কৃষক দল। সেগুলো হচ্ছে, হাওরাঞ্চলের প্রান্তিক কৃষেকের স্বার্থে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কয়েকগুণ বৃদ্ধি করা, ফ্যাসিবাদ আমলে দলীয় বিবেচনায় তৈরি কৃষিকার্ড পুনঃ যাচাইয়ের উদ্যোগ নেওয়া, ধান-চাল ক্রয়ের ক্ষেত্রে হাওরের প্রকৃত প্রান্তিক কৃষদের অন্তর্ভুক্ত করা এবং সিন্ডিকেট মুক্ত রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় বিগত বছরের তুলনায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্ধেক করার প্রতিবাদ জানায় বিএনপি৷জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপি স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মল্লিক মঈন উদ্দিন সোহেল, মাসুক আলম, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা বিএনপি নেতা শেরেনূর আলী, আ ত ম মিসবাহ, মোনাজ্জির হোসেন সুজন, সাইফুল্লাহ হাসান জুনেদ, নজরুল ইসলাম, রাকাব উদ্দিন, মোর্শেদ আলম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।
একই দাবিতে এর আগে একই দাবি জানিয়ে সুনামগঞ্জে সফতরত খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারকলিপি দেয় বিএনপি ও কৃষক দল।
বিডি প্রতিদিন/এএ