ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিবাদ মিছিল হয়েছে।
শুক্রবার বাদ জুমা প্রতাপপুর জামে মসজিদের সম্মুখ থেকে এই মিছিলটি বের হয়। পরে দোহালিয়া বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় ইউনিয় পরিষদে কমপ্লেক্সের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর, গোরেশপুর, বেরী, চৌমুনা ও গোয়ারাই গ্রামবাসী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান৷ গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের হস্তক্ষেপ কামনা করেন তারা। ইউপি সদস্য মফিজুর রহমান প্রতাপ তালুকদারের সভাপতিত্বে ও মাওলানা জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা এইচ এম কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা জাবেদ আহমদ আনসারি, হাফেজ মঈনুল ইসলাম, মাওলানা ইউসুফ খান, গোলাম মোস্তফা তালুকদার, আকল মিয়া তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, মহিদুল ইসলাম মাখন তালুকদার, আবদাল মিয়া, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইসমাঈল হোসেন, মাওলানা নুর মোহাম্মদ, কাজী এমদাদ সিদ্দিকী, মাওলানা কলিম উদ্দিন, কবির উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ