টিভি চ্যানেলের মধ্যে নাটক সবচেয়ে বেশি জনপ্রিয়। মূলত নাটকই চ্যানেলগুলোর প্রাণ। বাংলা নাটকের জনপ্রিয়তা বহু বছর ধরেই চলে আসছে। এক সময় ভালো ভালো নাটক প্রচার হতো, যা কি না মানুষের মনে দাগ কেটে থাকত। এখনো সেসব পুরনো নাটকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তবে এখনো অনেক ভালো নাটক প্রচার হয়, তবে পরিমাণে কম। এখনকার প্রায় নাটকের সংলাপ খাইসি, গেছি টাইপের। মানছি যে আমরা দৈনন্দিন জীবনে এ ভাষায় কথা বলি, কিন্তু তাই বলে নাটকের ক্ষেত্রে এভাবে সংলাপ বললে কি সেটা শ্রুতিমধুর লাগে? এ প্রশ্ন ফারহারোজ নামের এক দর্শকের। তার কথায়- আগে নাটকের অভিনেতাদের সংলাপ থেকে আমরা কথা বলার স্টাইল শিখতাম। কীভাবে ভাষার প্রয়োগ করা যায়, কীভাবে উচ্চারণ করতে হয় এসব অনেক অনুকরণীয় ছিল। অতীতের নাটকের সংলাপ থেকে ভাষা শেখার অনেক বিষয়ই ছিল। কিন্তু এখনকার নাটকের অভিনেতাদের সংলাপ থেকে আমরা কি কিছু শিখতে পারি? এসব সংলাপ শুনে আমাদের তরুণ প্রজন্ম কী শিখবে? আমাদের ঘরের ছোট ছেলেমেয়েরাইবা কী শিখবে? যেমন আবার জিগায়, ফাঁপরের মধ্যে আছি, দৌড়ের মধ্যে আছি, পুরাই পাঙ্খা- এসব ভাষা এখন বাচ্চারা শিখছে। এই যদি হয় নাটকের দশা তবে কার ভালো লাগবে নাটক দেখতে? আমরা চাই অতীতের মতো প্রাণময় নাটক। অপ্রয়োজনীয় সংলাপ দিয়ে নাটকের পর্ব বাড়ানো নয়। এখনকার অধিকাংশ নাটকই যেন সস্তা বিনোদন। ভাইরালের নেশা যেন সবাইকে পেয়ে বসেছে। কীভাবে হলো বাংলা নাটকের এ হাল তা নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেতা আবদুল্লাহ রানা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে নাটকে অশ্লীল ভাষা শুরু হয়েছে বলে জানান তিনি। আবদুল্লাহ রানা বলেন, ফারুকী যখন প্রথম নাটক নির্মাণ করেন তখনই নাটকে অশ্লীল ভাষা প্রয়োগ শুরু করেন। তাঁর কথায়- আগেকার নাটকে ছিল পারিবারিক বন্ধন, শালীন ভাষা ও সামাজিক শিক্ষা। সবকিছু মিলিয়ে নাটক হয়ে উঠেছিল জীবনেরই এক অংশ। তবে এখনকার অধিকাংশ নাটক হয়ে উঠেছে সস্তা বিনোদনের অনুষঙ্গ। সবাই যেন ছুটছে ভাইরালের নেশায়। যে ভাইরাস নাট্য ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে সামাজিক অবক্ষয়ের। যে অবক্ষয়ের মধ্যে আছে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দক্ষতার অভাব, অশালীন ভাষা, ভালো গল্পের অভাব ও বাজেটের স্বল্পতা। সবকিছু মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ নাট্য ইন্ডাস্ট্রি। একটি নাটক দর্শকদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলে নাটকের ভাষা। নাটকের ভাষার বিকৃতি প্রসঙ্গে অনেকেই আঙুল তোলেন নির্মাতা কাজল আরেফিন অমির দিকে। তবে অভিনেতা আবদুল্লাহ রানা সেই আঙুল ঘুরিয়ে তা তুললেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর দিকে। ভাষা বিকৃতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আছে উল্লেখ করে তিনি বলেন, ভাষার তেরোটা বাজানো মোস্তফা সরয়ার ফারুকী শুরু করেছিলেন। সেটির ধারাবাহিকতা এখনো চলছে। ভাষা বিকৃতি করে ফারুকী জনপ্রিয় হয়েছিলেন। কাজল আরেফিন অমিও জনপ্রিয় হয়েছেন। বিষয়টি এখন ভাষায় আটকে নেই। এটি এখন কনটেন্টে আটকে আছে। নাটকে ভাষার বিকৃতি এখন অনেকাংশে ভাঁড়ামির পর্যায়ে চলে যাচ্ছে। খুব কম নাটকেই দেখা যায় সঠিক বাংলা ভাষার ব্যবহার। দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার সঙ্গে শুদ্ধ ভাষাকে মিলিয়ে নতুন এক ধরনের ভাষা তৈরি করে কথা বলছে একটি দল। এমনকি ভাষার মাসেও শুদ্ধ ভাষার ব্যবহারে কার্পণ্যতা করতে দেখা যায় নানা অনুষ্ঠানে। বিভিন্ন নাটকের সংলাপে আমরা শুনতে পাই অশুদ্ধ বাংলার ছড়াছড়ি। এ প্রসঙ্গে অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘আসলে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে তেমন জ্ঞান রাখে না। এমনকি অনেকেই এ বিষয়ে জ্ঞান রাখার প্রয়োজনও বোধ করে না। তাই অনেক ক্ষেত্রেই ভাষার বিকৃতিটাকে তেমন কিছু মনে হয় না অনেকের কাছে। আমাদের মনে রাখা উচিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা যে কোনো মাধ্যমে যা-ই করি না কেন সেখানে শুদ্ধরূপে প্রমিত বাংলার ব্যবহার থাকা উচিত।’ একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকী ইনাম বলেন, ‘বর্তমানে টেলিভিশন নাটকে প্রমিত বাংলা ব্যবহার হচ্ছে না। টিভি নাটকে বাংলা ভাষা রুচিহীন হচ্ছে। যে ভাষার জন্য আন্দোলন হয়েছে, জীবন দিতে হয়েছে সেই শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার টিভি নাটকে নেই বললেই চলে। নির্দিষ্ট আঞ্চলিক ভাষা ছাড়া অশুদ্ধ বাংলা ভাষার ব্যবহার পরিহার করা জরুরি।’ নাটক নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের ভাষা বিকৃতি হয়েছে বিষয়টি আসলে এমন নয়। একজন রিকশাচালক কখনোই শুদ্ধ ভাষায় কথা বলে না। তিনি যেভাবে বাস্তবে কথা বলেন আমাকে সেই ভাষা নাটকে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে নাটকের চরিত্রটি শুদ্ধ ভাষায় কথা বললে তা একেবারেই বেমানান হবে। তবে এটাও ঠিক অনেকেই চলিত ভাষা ব্যবহার করতে গিয়ে নাটকের ভাষা এমন স্তরে নামিয়ে নিয়ে এসেছেন যা মোটেই কাম্য নয়। নাটকের গল্পের প্রয়োজনে যে কোনো আঞ্চলিক ভাষা ব্যবহার করা যেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আঞ্চলিক ভাষার শুদ্ধতাও ঠিক রাখতে হবে।’
শিরোনাম
- ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
- গাছের চারা বিনিময়ে ছাদ বাগানিদের নববর্ষ উদযাপন
- ১৯ বছরের প্রেমিক, পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা?
- কালিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
টিভি নাটকের ভাষায় কেন অবক্ষয়
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর