অভিনয় দিয়েই পরিচয়। অভিনয়রে মধ্যে দিয়েই সাধারণ মানুষের সামনে আসা, জনপ্রিয়তা কুড়িয়ে নেওয়া। অভিনয়ের জন্যই ঘাটালের দীপক অধিকারি থেকে দেবে রূপান্তর।
তাই রাজনীতির মঞ্চে পা দিয়েও অভিনয় থেকে নিজেকে একেবারে সরিয়ে রাখা কখনই সম্ভব নয় দেবের কাছে। সেই জন্যই মেদিনীপুরে প্রথম ভোটপ্রচারের কর্মিসভার আগেও ক্যামেরার সামনে দেব ধরা দিলেন অভিনেতার রূপে। একেবারে অ্যাকশন প্যাকড চরিত্রে।
চন্দ্রকোণার ফিল্ম সিটিতে পরিচালক রাজ চক্রবর্তীর ‘যোদ্ধা’ ছবির শ্যুটিংয়ে বর্ম পরে, হাতে তলোয়াড় নিয়ে যোদ্ধার বেশে দেখা গেল ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে। আজ সকাল থেকেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব। তবে শ্যুটিংয়ের কাজ ঠিক সময়ে শেষ করেই, মেদিনীপুরের কর্মিসভায় রওনা দিলেন দেব। সেখানে অপেক্ষা করছে গোটা মেদিনীপুর। তাঁর এক ঝলক পেতে আট থেকে আশির ভিড় অরবিন্দ স্টেডিয়ামে। সেই মঞ্চ থেকেই এই প্রথমবার ফিল্মি প্রোমোশন নয়, ভোটের প্রচার চালাবেন দীপক অধিকারি ওরফে দেব। তাঁর আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘ভোটের প্রচারে আমার একটাই বার্তা। যুব সম্প্রদ্বায় এগিয়ে এসো। এসো হাতে হাত দিয়ে কাজ করি।’
রাজ চক্রবর্তী পরিচালিত এই যোদ্ধা ছবি তেলেগু হিট ‘মগাধিরা’র বাংলা রিমেক। এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে মিমি চক্রবর্তী ও নাইজেল আকারাকে। চন্দ্রকোণা স্টুডিওতে চলছে এই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং পর্ব।