ভারতের নির্বাচন কমিশনের নতুন ন্যাশনাল আইকন হলেন বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট আমির খান। লোকসভা নির্বাচন ২০১৪-র নির্বাচন কমিশনের ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য কাজ করবেন তিনি।
নির্বাচনে বেশিসংখ্যক জনতাকে বুথমুখী করতে ও ভোটদানে উৎসাহী করার জন্য নির্বাচন কমিশনের তরফে প্রচার চালাবেন আমির।
এর আগে আরও চারজন তারকা নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- ভারতের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী, বক্সার এমসি মেরি কম, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।
সূত্রে খবর, ন্যাশনাল আইকনরা সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন বা এসভিইইপি (SVEEP) নামক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কাজ করবেন।