শোনা যাচ্ছে আমির-কঙ্গনার প্রেম কাহিনী নিয়ে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়ে গিয়েছে কাহিনীর জাল বোনা। আর হবে নাই বা কেন, এই মুহূর্তে কঙ্গনাই যে হিট নায়িকা। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই দর্শকের সৌভাগ্য হবে আমির-কঙ্গনার প্রেম দেখার। তবে হ্যাঁ, অবশ্যই পর্দায়। ওয়াহিদা রহমান অভিনীত এমন কোনো সিনেমায় অভিনয় করতে চান কঙ্গনা রানাউত, যেখানে প্রেমিকের চরিত্রে থাকবেন আমির খান।
‘কুইন’ সিনেমার সংলাপ লিখেছেন কঙ্গনা নিজেই। ‘কুইন’-এর বক্স অফিস সাফল্য এবং সমালোচকদের প্রশংসা তাকে আবার লাইম লাইটে নিয়ে এসেছে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার জন্য সম্প্রতি নিউ ইয়র্কের এক ফিল্ম স্কুলে একটি বিশেষ কোর্স করেছেন কঙ্গনা।
এনডিটিভির কাছে সম্প্রতি কঙ্গনা বলেন, আমিরের সঙ্গে সাদাকালো যুগের কোনো সিনেমায় অভিনয় করতে চান তিনি। যেখানে তিনি অভিনয় করবেন ওয়াহিদা রহমান অভিনীত চরিত্রে, আর আমির থাকবেন গুরু দত্তের ভূমিকায়।
কঙ্গনা আরও বলেন, ‘কুইন’-এর বক্স অফিস সাফল্য তার কল্পনার বাইরে ছিল। তবে বলিউডের দুই প্রতিভাবান অভিনেতা অমিতাভ বচ্চন এবং আমির খানের কাছ থেকে পাওয়া ‘প্রশংসামূলক চিঠি’ তাকে তেমন অবাক করেনি।
আগামী বছরের অ্যাওয়ার্ড মৌসুমে যে চলবে ‘কুইন’-এর রাজত্ব, তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার পক্ষপাতী নন কঙ্গনা।