ভ্রমণে গিয়েই ঝগড়া,আবার ভ্রমণে গিয়েই প্রেম। রণবীর- ক্যাটরিনার প্রেমপ্রীতি যেন ভ্রমণের মাঝেই। ২০১৩ এর বিদায়ে আনন্দ করতে রণবীর ক্যাট উড়ে গিয়েছিলেন নিউইর্য়কে। আর সেখানেই তুমুল অশান্তি। দেশে ফিরে এসে প্রায় দু’জননের মুখ দেখা দেখি বন্ধ। কাজের খাতিরে শ্যুটিংয়ের সময়টুকু এক সঙ্গে দেখা গেলেও, বেশিরভাগ সময়ই থেকেছেন নিজেদের মত।
অত:পর এই প্রেমকাব্যে এল নতুন মোড়। বিদেশের মাটিতে আবারো প্রেম ফিরে পেলো রণবীর-ক্যাট। শ্রীলঙ্কায় অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ ছবির শ্যুটিং এর হাত ধরে তাদের প্রেমের নতুন শুরু। শ্রীলঙ্কার সমুদ্রের পাড়ে বসেই আপাতত ঝগড়ায় ইতি টেনেছেন দু’জনে।
শুধু তাই নয়, মার্চ মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার শ্যুটিং সেরে মুম্বাই ফিরে আবারও ভ্রমণে যেতে পারেন রণবীর-ক্যাট। তবে এবার নাকি আর নিউইর্য়ক নয়। উড়ে যাবেন ইটালিতে।