নাটকে ব্যস্ত হচ্ছেন জনপ্রিয় র্যাম্প মডেল ইমি। সম্প্রতি তিনি প্রথমবারের মতো অপূর্বের সঙ্গে জুটি হয়ে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম 'দৃশ্য ভ্রম'। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ আর গল্প ভাবনা গাজী মামুনের। নাটকে রোমানা অভিনয় করেছেন মোহিনী চরিত্রে, অপূর্ব রাতুল এবং ইমি অভিনয় করেছেন ইশা চরিত্রে। ইমি বলেন, ' অন্য দুজনের সঙ্গে পরিচয় থাকলেও এটাই আমার প্রথম কাজ ছিল। অনেক উপভোগ করেছি কাজটি।' 'দৃশ্য ভ্রম' নাটকটি খুব শীঘ্রই যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এর আগে ইমি বি ইউ শুভর পরিচালনায় 'চতুষ্কোণ' নাটকে অভিনয় করেছেন।