বলিউডে নতুন ট্রেন্ড। শুধু নায়ক নয়, নায়িকরাও অনায়াসে টেনে নিয়ে যেতে পারেন গোটা সিনেমা। লক্ষ্মীলাভ করাতে পারেন বক্স অফিসেও। তাই বলিউডে নায়িকা এখন শুধুই আইক্যান্ডি নয়। আর বিদ্যা, করিনা, কঙ্গনার পর এই তালিকায় নতুন এন্ট্রি ক্যাটরিনা কাইফ।
'ব্যাং ব্যাং' ও 'ফ্যান্টম' এই দুই ছবিতেই ক্যাটরিনাকে দেখা যাবে অ্যাকশন প্যাকড চরিত্রে। আর এই ছবিতেই অ্যাকশনের জন্য বিশেষ ভাবে ট্রেনিংও নিচ্ছেন ক্যাটরিনা। জানা গেছে, ‘ধূম থ্রি’-এর অ্যারোবিক, জিমনাশিয়ামের পর ক্যাটরিনা এখন মন দিয়েছেন মার্শাল আর্ট, কুংফু ও ক্যারাটে শেখায়। এমনকি নিজেকে পারফেক্ট করে তুলতে শ্যুটিংয়ের বাইরেও অ্যাকশন সিকোয়েন্স অনুশীলন করতে দেখা গেছে ক্যাটকে।