যশরাজ ফিল্মসের অ্যাকশন সিরিজ 'ধুম' নিয়ে বলিউডে ফের গুঞ্জন। 'ধুম', 'ধুম ২', 'ধুম ৩'-এর পর এবার সিনেপর্দায় আসবে 'ধুম ৪'। ভক্তদের চমকে দিতে নতুন ধুম ছবিতে অভিনয় করবেন সালমান খান। তাও আবার ভিলেনের চরিত্রে।
বলিউডের গত বাঁধা নায়কদের ইমেজ ভেঙে 'ধুম' ছবিতে তাঁরাই হন ছবির ভিলেন। কিন্তু এই ধুম ভিলেন শেষমেশ হয়ে উঠেন ছবির নায়ক। নামজাদা এই নায়ক ভিলেনদের পাশে অবশ্য থাকতেন ছবির নায়ক অভিষেক বাচ্চন। কিন্তু সব ধুমেতেই অভিষেককে টেক্কা দিয়ে বেরিয়ে যেতেন ছবির ভিলেন।
সেই নিয়ম মেনেই ধুম ফোরেও ভিলেন হতে চলেছেন সালমান খান। শোনা গেছে, সালমানকে দেখা যাবে একেবারে নতুন লুকে। এমনকি ছবিতে ফিরে আসতে পারেন হৃত্বিক রোশনও।