পুজা দিয়ে লোকসভার নির্বাচনী প্রচারণা শুরু করে দিলেন বিশিষ্ট গায়ক, সুরকার বাপি লাহিড়ী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি'র এই প্রার্থী।
আজ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজা দিতে আসেন বাপ্পি। সঙ্গে ছিলেন দলের অসংখ্য কর্মী-সমর্থক। দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে বাপি লাহিড়ীর সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। পুজা দিয়েই 'ডিস্কো ড্যান্সার' দুই আঙুল তুলে জয়ের চিহ্ন দেখিয়ে বললেন 'আমি চাই শ্রীরামপুরের প্রতিটি ঘরেই পদ্মফুল ফুটুক'।
এদিকে, লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের মধ্যে প্রচরাণার তেজ বাড়ছে। ইতিমধ্যেই ভোটারদের আকৃষ্ট করতে কিংবা কাছে পেতে নিত্য নতুন পন্থা অবলম্বন করছেন প্রার্থীরা। কেউ ঘোড়ার পিঠে উঠে, কেউ বা গ্রামের মেঠো পথ দিয়ে নিজেই গরুর গাড়ি চালিয়ে চলেছেন।
পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে এবার বেশকয়েকটিতে হাড্ডহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এর মধ্যে একটি হাওড়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে চতুর্মুখী লড়াই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাবেক ফুটবলার প্রসূণ ব্যানার্জি, বিজেপির তারকা প্রার্থী অভিনেতা জর্জ বেকার, বামফ্রন্টের প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য এবং কংগ্রেসের মনোজ কুমার পান্ডে। তবে প্রচারের দিক থেকে এগিয়ে আছে তৃণমূল এবং বিজেপির দুই তারকা প্রার্থীই। দুই দলের প্রার্থীরাই চুটিয়ে প্রচারণা চালাচ্ছেন।
দিনে-দুপুরে শহরের রাজপথে কিংবা গ্রামের অলিগলিতে ঢুঁ মেরে বেড়াচ্ছেন দু'জনেই। গতবার এই কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূণ ব্যানার্জি।
তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূণ ব্যানার্জি বলেন, 'মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নই আমাদের প্রথম একমাত্র লক্ষ্য। গতবারও জিতেছি এবার আমি এই কেন্দ্র থেকে জিতবো।'
অন্যদিকে, এই কেন্দ্র থেকে জেতার ব্যাপারে একশ শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী জর্জ বেকার। তিনি বললেন, 'প্রচারে বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। জিতলে হাওড়ার বাসিন্দাদের নিকাশি, পানিয় পানি ব্যবস্থা করাটাই প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।