প্রয়াত কণ্ঠশিল্পী আবিদ শাহ্রিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনব্যাপী 'শিল্পী আদি উৎসব' চলছে। আবিদ স্মৃতি পরিষদ আয়োজিত গতকাল শুরু হওয়া এ উৎসব শেষ হবে আজ। উৎসবের উদ্বোধন করেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। আবিদের বাবা ও আবিদ স্মৃতি পরিষদের সদস্য মিনা মিজানুর রহমান জানান, 'আবিদকে স্মরণ করতেই এই আয়োজন। আবিদের পরিবারের সদস্য, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। আবিদকে নিয়ে স্মৃতিচারণ, গান, নাচ এবং আবৃত্তি পরিবেশনা রয়েছে উৎসবে। এবার এ উৎসবে গুণীজন সম্মাননা পাচ্ছেন করুণাময় গোস্বামী।'
২০১১ সালের ২৯ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান আবিদ শাহ্রিয়ার। ২০০৫ সালের 'ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত গেয়ে সবার নজর কাড়েন আবিদ।
মৃত্যুর আগে 'এত ভালোবাসি' [রবীন্দ্রসংগীত] এবং 'ভালোবাসার প্রহর' [আধুনিক] নামে দুটি অ্যালবাম প্রকাশ পায় আবিদের।