সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বেশ যুদ্ধ ছিল ঐশ্বরিয়া রাই এবং সুস্মিতা সেনের মধ্যে। সুস্মিতা মিস ইউনিভার্স এবং ঐশ্বরিয়া মিস ওয়ার্ল্ড হওয়ার আগে দুজন একসঙ্গে লড়েছিলেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। সেখানে সেরা হন সুস্মিতা, আর প্রথম রানারআপ ঐশ্বরিয়া। তাই তাদের মধ্যে ঠাণ্ডা লড়াই তো ছিলই। এতদিন পর দুজন আবার মুখোমুখি হচ্ছেন। এবারের লড়াইয়ের ক্ষেত্র অভিনয়। প্রহ্লাদ কাক্করের 'হ্যাপি অ্যানিভার্সারি' ছবিতে দুজন একসঙ্গে অভিনয় করবেন। পরিচালক বলেছেন, 'দুজনেই এখন বেশ পরিপক্ব এবং বিচক্ষণ। মনে হয় না তাদের মধ্যকার পুরনো লড়াই এখানে কোনো সমস্যা করবে। আপাতত দুজনই রাজি হয়েছেন অভিনয় করতে।'