গত ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রের নবাগত ও সম্ভাবনাময় নায়িকা জানভীর প্রথম ছবি 'জানে না এই মন'-এর কয়েকটি গানের শুটিং সম্পন্ন হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। ছবিতে জানভীর বিপরীতে নায়ক হিসেবে ছিলেন ইমন। এমএ রহিম পরিচালিত এই ছবিটির শুটিং আবারও এপ্রিল মাসের শেষে শুরু হবে বলে জানালেন ছবির নায়িকা জানভী। জানভী বলেন, 'যেহেতু এটা আমার প্রথম ছবি, তাই ছবিটির গল্প মূলত আমাকে ঘিরেই আবর্তিত। আমি চেষ্টা করছি মন দিয়ে অভিনয় করতে। সেক্ষেত্রে পরিচালক রহিম ভাই, নায়ক ইমনসহ ইউনিটের সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। যে কটি গানের কাজ হয়েছে, তা খুবই ভালো হয়েছে এবং প্রতিটি গানই প্রচলিত ধারা থেকে একেবারেই অন্যরকম হয়েছে।' 'জানে না এই মন' ছবির গল্প রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। তবে অনেক ছবির এই কাহিনীকার তার এবারের ছবির গল্পে ভিন্নতা আনার চেষ্টা করেছেন। 'স্পর্শ টেলিডিয়া' প্রযোজিত 'জানে না এই মন' ছবির সংগীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। উল্লেখ্য, জানভী এর আগে স্পর্শ টেলিমিডিয়ারই প্রযোজনায় দুটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন। একটি 'আমি তুমি সে' ও অন্যটি 'না বলা ভালোবাসা'। দুটি টেলিফিল্মে তার বিপরীতে ছিলেন আমিন খান ও আহসান হাবিব নাসিম। এদিকে জানভী আরও জানান, এরই মধ্যে তার আরও কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। সবকিছু চূড়ান্ত হলেই তিনি সবাইকে জানিয়ে দেবেন।