বর্ডার গার্ড বাংলাদেশের হেড কোয়ার্টারে অনুষ্ঠেয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'সীমান্ত সন্ধ্যা'য় সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী শাকিলা জাফর। আগামী ১২ এপ্রিল এটিএন বাংলা ও বিজিবির যৌথ আয়োজনে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে শাকিলা জাফর ছাড়াও রবি চৌধুরী, মিতালীসহ অন্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন শখ, সোহেলসহ অন্য নৃত্যশিল্পীরা। এটিএন বাংলা অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, এটিএন বাংলা সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ৯, ১১ ও ৩৩ পদাতিক ডিভিশনের সঙ্গে যৌথভাবে সাভার, বগুড়া এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও সরাসরি সম্প্রচার করে। দেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের সারা বছরের পরিশ্রমকে বিনোদনের মাধ্যমে উজ্জীবিত করতেই বিশেষ এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং কো-স্পন্সর মেহেদি মাট।