এক ঢিলে দুই পাখি শিকারের কথা সবারই জানা। কিন্তু তিন পাখি! না এ কথা এখন পর্যন্ত কেউ শোনেনি। এই না শোনা কথাটিই এবার শোনালেন শাবনূর। ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। তাই এই বছরের ওই দিনটিতে নিজের জন্মদিন, বিবাহোত্তর সংবর্ধনা এবং ছেলের আকিকা একসঙ্গে পালন করবেন শাবনূর। মানে এক ঢিলে তিন পাখি শিকার করবেন তিনি। আয়োজনও হবে বেশ ঘটা করে, মানে জমকালো অনুষ্ঠান। মিডিয়াসহ কোনো অঙ্গনের লোক বাদ পড়বে না আমন্ত্রণ থেকে। এ কথা জানালেন এই অভিনেত্রীর পিতা শাহজাহান চৌধুরী। আর এ কথা শুনে চলচ্চিত্রাঙ্গনের মানুষ বলছেন, বাহ বেশ মজা তো। তাহলে এবার শাবনূর সত্যি এক ঢিলে তিন পাখিই মারবেন। শাহজাহান চৌধুরী বলেন, ১৭ এপ্রিল আমি ও ওর মা, মানে আমার স্ত্রী আমিনা খানম ওমরা পালন করতে যাচ্ছি। শাবনূরকে দেশে আনতে তার মা ২০ মে অস্ট্রেলিয়া যাচ্ছেন। ইতোমধ্যে ওইদিনের টিকিট কনফার্ম হয়ে গেছে। জুনের প্রথম সপ্তাহে আমার নাতির সর্বশেষ ভ্যাকসিন দেওয়া হবে। এর পর জুনের মধ্য কিংবা শেষ সপ্তাহে মা ও পুত্রকে সঙ্গে নিয়ে ঢাকা ফিরবে শাবনূর। ডিসেম্বরে শাবনূরের বিবাহোত্তর সংবর্ধনা, জন্মদিন ও তার পুত্র অর্থাৎ আমার নাতি আইজান নেহানের আকিকার জমকালো আনন্দ আসর বসবে ঢাকায়।