গাড়ি দুর্ঘটনার মাধ্যমে ২০০৯ সালে সংঘটিত এক হত্যা মামলায় সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয়েছে হলিউড অভিনেতা জনি ডেপকে। এক নারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, যার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আরেক নারী। এই মামলার বিচারের জন্য এবার সাক্ষ্যপ্রমাণ দিতে আদালতে হাজির হতে হবে জনি ডেপকে। ১০ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ডেপের নতুন ছবি 'ট্রানসেন্ডেন্স'র প্রিমিয়ার। আর ওই অনুষ্ঠান চলার সময়ে ডেপকে আদালতের কাগজপত্র দেখানো হয়। এই মামলায় ন্যান্সি লেকনের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে এক শিশু চিকিৎসককে নিজের লিমোজিন গাড়ি দিয়ে হত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেসে।