কেরিয়ারের শুরুতে সানি লিওনের শরীর নিয়ে চলেছে কাব্য, আর বলিউডেও আপাতত হিট সানির ঝকঝকে যৌনতা। পূজা ভাট থেকে একতা কাপুর সবাই এই যৌনতাকেই ক্যাশ করতে তৈরি।
এমনকি যে পরিচালকই সানিকে ছবি করতে ডাকছেন , শেষমেশ উত্তেজক কোনও চরিত্রই দিচ্ছেন তাঁকে। বহুবার নানাজায়গায় সানি বলেছেন, তিনি অভিনয় করতে চান, সেক্স নয়। কিন্তু কে শুনবে কার কথা।
শেষ পর্যন্ত সানি নিজেই মুখ খুললেন। সোজা সাপটা জানিয়ে দিলেন, 'আমার যা আছে সেটাও তো অনেকের নেই। তাই তো লোকে আমাকে চাইছে। ভগবান যখন আমায় ঢেলে দিয়েছেন, সুতরাং এটা আমার অহংকারের জায়গায়।'
শুধু তাই নয়, সানি জানিয়েছেন, 'আমার শরীর ভগবান প্রদত্ত।'