অ্যাস্টন কুচারের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছিলেন বলেই সম্প্রতি জানিয়েছেন মিলা কুনিস। বিশেষ সেই দিনটির কথা জানাতে গিয়ে ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত সেটিই তার জীবনের সেরা দিন। দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন অ্যাস্টন কুচার ও মিলা কুনিস। বাগদানও সম্পন্ন হয়েছে হলিউডের এ তারকা জুটির। শুধু তা-ই নয়, অনাগত সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন অ্যাস্টন কুচার ও মিলা কুনিস। কুচারের কাছ থেকে পাওয়া প্রথম প্রেমের প্রস্তাব সম্পর্কে মিলার সরল স্বীকারোক্তি, 'সেদিন আমি না কেঁদে পারিনি। জীবনে অনেক এলোমেলো সময় পার করতে হয়েছে আমাকে।'