দুই বাংলার প্রখ্যাত সুরকাররা এক অ্যালবামে কাজ করছেন। আর যার জন্য তারা গান করছেন তিনি একজন নবীন শিল্পী। শিল্পীর নাম টিনা মোস্তারী। তার প্রথম একক অ্যালবামে সুর করেছেন 'মার ঘুরিয়ে' খ্যাত কলকাতার খ্যাতিমান কণ্ঠশিল্পী ও সুরকার রাঘব চ্যাটার্জী। আর এ বাংলার ইবরার টিপু ও বেলাল খান। সব কয়টি গানই লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। টিনার এই অ্যালবামে রাঘব চ্যাটার্জি, ইবরার টিপু ও বেলাল খান একটি করে দ্বৈত গানে কণ্ঠও দিয়েছেন। মিউজিক করেছেন ইবরার টিপু, ইন্দ্রজিৎ দে এবং সজিব দাস।
৮টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। ঈদে এটি বাজারে ছাড়বে লেজার ভিশন।
টিনা বলেন, 'মনে হলো আমার অ্যালবামে যদি ভারতের কোনো শিল্পী গান করে তা হলে মন্দ হয় না। তাই অন্য অ্যালবামে গান গাইলেও একক অ্যালবামের জন্য সময় নিয়েছি। এর পর গীতিকবি জুলফিকার রাসেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তাকে আমার পরিকল্পনার কথা জানিয়েছিলাম। মূলত তার কারণেই ওপার বাংলার শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগ সম্ভব হয়।'