বহুল আলোচিত জনপ্রিয় হলিউড ছবি 'র্যাম্বো' সিরিজের পঞ্চম ছবি 'ওয়ান ম্যান আর্মি র্যাম্বো'র শুটিং শুরু হতে যাচ্ছে শীঘ্রই। প্রতিবারের মতো এবারও ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালন। ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। এবারে ছবির গল্পে স্ট্যালনকে মেঙ্কিান কার্লেটের সঙ্গে লড়তে দেখা যাবে।